Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা কার্যালয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, শার্শা, যশোর।  (http://doict.sharsha.jessore.gov.bd/)

অধিদপ্তরের নাম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।  (http://doict.gov.bd/)

প্রশাসনিক বিভাগ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। 

প্রশাসনিক মন্ত্রণালয়: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। 

প্রধান কার্যালয়: আইসিটি টাওয়ার, ই-১৪/এক্স, আগারগাঁও, ঢাকা-১২০৭।

প্রতিষ্ঠাকাল: ৩১শে জুলাই,২০১৩ খ্রিষ্টাব্দ

 

সারা বাংলাদেশে নতুন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধিনে মোট ৫০০০ টি "শেখ রাসেল ডিজিটাল ল্যাব" ও ৩০০ টি সংসদীয় আসনে ৩০০ টি "স্কুল অব ফিউচার" স্থাপিত হচ্ছে। যশোর জেলার শার্শা উপজেলায় উক্ত প্রকল্পের অধিনে নতুন ১২ টি "শেখ রাসেল ডিজিটাল ল্যাব" ও ০১ টি "স্কুল অব ফিউচার" স্থাপিত হচ্ছে। এছাড়া পুরাতন ১২ টি "শেখ রাসেল ডিজিটাল ল্যাব" চালু রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয়, শার্শার সহযোগিতায় বিভিন্ন দপ্তরে ই-নথি বাস্তবায়ন, ওয়েব পোর্টাল হালনাগাদকরণ সহ অন্যান্য সেবা ডিজিটাল ভাবে সহজীকরণ কাজ চালু রয়েছে।